GuidePedia

0
আপনার বাড়িতে পণ্য পৌঁছে দিবে অ্যামাজনের ড্রোন

সাধারণত মনুষ্যবিহীন আকাশযানকে বলা হয় ড্রোন। আর অ্যামাজন তো সবার চেনা। না, অ্যামাজন জঙ্গল নয়। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজন.কম এর কথাই বলছি। এবার সেই ড্রোনকে ব্যবহার করে বাসায় বাসায় পণ্য পৌঁছে দিবে অ্যামাজন। এই ড্রোনটি মূলত অক্টোকপ্টার।

২.৩ কেজি ওজন পর্যন্ত পণ্য বহন করতে পারবে এই ড্রোন, যা অ্যামাজনের সরবরাহ করা পণ্যের ৮৬ শতাংশ পূরণ করতে পারবে। অ্যামাজন এই সেবার নাম দিয়েছে প্রাইম এয়ার।

গ্রাহকের অর্ডার পাওয়ার পর তার বাসার অবস্থান জেনে জিপিএস এর ভিত্তিতে পণ্য নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে আবার ফিরে আসবে এই ড্রোন। আপাতত পরিখামূলকভাবে ১৬ কিমি. সীমার মাঝে এই ড্রোন চালানো হচ্ছে। ২০১৫ সাল নাগাদ আমেরিকায় এবং ২০১৬ সালের মাঝে ইউরোপে বাণিজ্যিক ভিত্তিতে তারা এই সেবা চালু করতে পারবে বলে আশা ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top