ভালোবাসায় কান্না উপভোগ করুন

এক দিন তুমি বলেছিলে যে জীবনটা হলো একটা নাটক মঞ্চ আরএখানে সবাই অভিনয় করে যায়।। ...ওই দিন তোমার কথাটা আমি বুঝতে পারি নাই কিন্তু আজ ঠিকই বুঝতে পেরেছি।। আমার জীবনটা ছিল তোমার জন্য একটা নাটক মঞ্চ আর তোমার ভালবাসা ছিল তার অভিনয় ।। কিন্তু আমি এখনও তোমার আশাতে ছুটে চলি পথে পথে, যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলভন কষ্টের প্রতিটিক্ষন শোনায় তার আহবান ।
একটি মন্তব্য পোস্ট করুন