ভূত তাড়াতে দুই সন্তানকে হত্যা করলো মা
যুক্তরাষ্ট্রের মারিল্যান্ড প্রদেশের এক মা তার সন্তানের ভেতর থেকে ভূত বেড় করতে গিয়ে ধারালো ছুড়ির আঘাতে হত্যা করলেন তার নিজের ২ সন্তানকে।

২৮ বছর বয়স্ক এই মায়ের নাম জাকিয়া এল এভরি। স্থানীয় পুলিশের দেয়া তথ্য মতে, এই মা ২ টি সন্তানকে হত্যা করেই ক্ষান্ত হয় নি । সে আরো ২ টি বাচ্চাকে গুরুতর জখম করেছে।
এই মর্মে এখন পর্যন্ত তার উপর ৪টি মামলা করা হয়েছে। প্রাদেশিক পুলিশের প্রধান টম মানজের বলেছেন, এই ঘটনা খুবই ভয়ঙ্কর। আমরা এই ক্ষতিগ্রস্থ পরিবার পরিজনদের নিয়ে চিন্তিত।
পুলিশের দেয়া তথ্যমতে তারা খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে ৪ টি শিশুকে উদ্ধার করে । এদের মধ্যে ২ জন হাসপাতালে নেবার পর মৃত্যুবরণ করে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য মতে ভূত থেকে বাঁচার জন্য রোমান ক্যাথলিকরা ধর্মীয় উপাসনা হিসেবে এ ধরনের কাজ করে থাকে। এই ভয়ংকর উপাসনাকে তাদের ভাষায় বলা হয় `এক্সজরসিজম`।
সুত্রঃcampuslive24
একটি মন্তব্য পোস্ট করুন