দরজাটি বন্ধ করুন। লেপের ভিতর ঢুকে পড়ুন। এবার আলো নিভিয়ে দিন। নিরবে আস্তে করে ডিভিডি চালু করুন। নির্দেশনাগুলো শুনে অনেকের অনেককিছু মনে হতে পারে। এমনই একটি নির্দেশনা দেওয়া হয়েছে আমেরিকার একটি হরর স্টোরিতে। এ স্টোরির নাম কভেন।
স্টোরিতে অবাক করার বিষয় হল মানুষের মুখের ভেতর সাপ। তাও আবার তিনজন মেয়ের মুখে একই সঙ্গে একটি সাপ। কীভাবে সম্ভব এটি!
অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। কিন্তু এই দৃশ্যটি নজর কেড়েছে সবার। বিভিন্ন অনলাইন বা ফেসবুকে এই দৃশ্যটি দেখা গেলেও সবার জন্য এই আকর্ষণীয় গল্পটি এখনও উন্মুক্ত করে দেওয়া হয়নি।
আলোচিত এই তিন অভিনেত্রীর মধ্যে ক্যাথি বেইটস লুসিয়ানা সিরিয়াল কিলার ডেলফিন ল্যালেউরের বাস্তব জীবন তুলে ধরবে। অ্যাঞ্জেলা ব্যাসেট নিউ ওরলিনের এক আলোচিত ব্যক্তির চরিত্রে অভিনয় করবে।অপরজন তৃতীয় কোন এক চরিত্র নিয়ে অভিনয় করবে।
তবে এ স্টোরি সম্পর্কে বলা হয়েছে, এটি একটি দুর্ভিক্ষের কাহিনি নিয়ে করা। একটি পরিবারের জীবন যাপনের কঠিন দৃশ্য উপস্থাপন করা হবে। বিশেষ করে মা ও মেয়ের ভিতর সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে কভেনে।
এটি একটি বিরল কাহিনী যা সবাইকে মুহূর্তের ভেতর চমকে দেবে। তারপরও এমন মজার দৃশ্য যারা ভালবাসেন তারা কখনোই এটি দেখতে ভুলবেননা।
একটি মন্তব্য পোস্ট করুন