
দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতলেন উইলিয়াম। গত বছরও এই প্রতিযোগিতায় প্রথম হন তিনি। শুরুতে অনেক সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে জনপ্রি
য়তা লাভ করছে প্রতিযোগিতাটি।
পুরস্কার হিসেবে উইলিয়ামের এক সন্তানের এক বছরের স্কুল ফি দিবে কর্তৃপক্ষ। জয়ী হওয়ার পর উইলিয়াম জানান, প্রাকৃতিকভাবেই আমি কুৎসিত। তবে প্রতিযোগিতার লড়ার জন্য আমি নিজেকে আরো কুৎসিত বানানোর চেষ্টা করেছি।
পরপর দুবার সবচেয়ে কুৎসিত লোকের খেতাব জিৎলেও উইলিয়ামের স্ত্রী আলিস চাভাংগা মনে করেন, তার স্বামী মোটেও কুৎসিত নয়। প্রতিযোগিতায় বেনি চাকানইউকা ও ফানি মুসেকিউয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন