
সুন্দরী মেয়েরা আসলে খেঁকশিয়ালের মতো! এমনই এক অবিশ্বাস্য ফলাফল জানা গেছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির একদল বিজ্ঞানির গবেষণা থেকে। এই গবেষণার ফলাফল অনুযায়ী,রুপালী বর্ণের খেঁকশিয়ালের মুখায়ব আর একজন সুন্দরীর মুখাবয়বে বিশেষ কোন পার্থক্য নাই।ঐ গবেষক দল শেয়ালের মুখাবয়বের সাথে এজেলিনা জোলির মুখাবয়ের তুলনা করে জানিয়েছে, চোখ তার ‘পাখির নীড়’এর মতো নয়, মুখও নয় ‘শ্রাবস্তীর কারুকার্য’ও নয়! সুন্দরী মেয়েরা আসলে খেঁকশিয়ালের মতো!
একটি মন্তব্য পোস্ট করুন