
শিল্প বিষয়ক ম্যাগাজিন ‘আর্টরিভিউ' এ বছরের ১০০ জন ক্ষমতাবানের
একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে আছেন শেইখা আল-মায়াসা-আল-থানি।
শেইখা আল-মায়াসা-আল-থানি, দোহা মিউজিয়ামের সংগ্রহশালাকে আরো সমৃদ্ধ করতে এক বছরে ১০০ কোটি ডলার খরচ করেছেন।
এর আগে মাত্র একবারই কোনো নারী এই সম্মান পেয়েছেন। গত বছর শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ইটালীয়-বুলগেরীয় বংশোদ্ভূত ক্যারোলিন ক্রিস্টভ-বাকারগিয়েভ।
একটি মন্তব্য পোস্ট করুন