GuidePedia

0
বাংলাদেশের ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগে এক ওভারে ৩৯ রান দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন আবাহনী লিমিটেডের বোলার আলাউদ্দিন বাবু। আজ বুধবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবর বিপক্ষে খেলতে নেমে ওই ক্লাবকে ৩৯ রান উপহার দিলেন বিতর্কিত বোলার বাবু। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি বিশ্বরেকর্ড। এর আগে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বিশ্বরেকর্ড ক
রেছিলেন নেদারল্যান্ডসের বোলার ডান ভন বুঙ্গে। তাঁর এক ওভারে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ছক্কার ডাবল হ্যাটট্রিক করেন। এক ওভারে ছটি ছয় মেরে ৩৬ রান আদায় করেছিলেন গিবস। নেগেটিভ বোলিং করে বিশ্বরেকর্ড গড়েছিলেন বুঙ্গে। আজ সেই রেকর্ডকে ভেঙে দিলেন বাংলাদেশের বাবু আলাউদ্দিন। আজ জিম্বাবোয়ের বোলার এলটন চিগুমবুরাকে বল করছিলেন বাবু। নো বল দিয়ে শুরু করেন বাবু। এই নো বলটিকে বাউন্ডারিতে পাঠান চিগুমবুরা। এরপর একটি ওয়াইড করেন বাবু। পরের পাঁচটি বলে চিগুমবুরা মারেন তিনটি ছয় ও চারটি চার। একদম শেষে একটি বল বাকি থাকতে বাবু ফের ওয়াইড করেন। ওই ওভারের শেষ বলটিতে ছয় মেরে ষোলো কলা পূর্ণ করেন চিগুমবুরা। বাবু তখন ৩৯ রান দিয়ে রেকর্ড গড়েছেন।
মাঠে দর্শক ও দুই দলের কর্মকর্তারা তীব্র বিদ্রূপে মেতে ওঠেন। প্রশ্ন উঠেছে, এটা নেহাতই একটা রেকর্ড নাকি অভিনয়? কোন বুকির কাছে কত টাকা খেয়েছেন আলাউদ্দিন বাবু?

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top