GuidePedia

0

বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দুর্ঘটনার অন্যতম কারণ


যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ বিভিন্ন পণ্যের বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দেয়া হচ্ছে। তারাও (গাড়িচালক) তো মানুষ। রাস্তা দিয়ে চলার সময় চালকদের সেদিকে নজর যাচ্ছে। ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটছে।”
বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দুর্ঘটনার অন্যতম কারণ

মঙ্গলবার রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত এক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দুর্ঘটনার অন্যতম কারণযোগাযোগমন্ত্রী বলেন, “অনেক গাড়িচালক ভাই মুখে সিগারেট, এক হাতে মুঠোফোন আর অন্য হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালান। ফলে ভারসাম্য না থাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।”

তিনি বলেন, “আজকাল দেখা যায়, অনেকে রাস্তা দিয়ে হাঁটার সময় মোবাইলে কথা বলেন। এ সময় কোন দিক দিয়ে গাড়ি আসছে সেটা খেয়াল থাকে না। ফলে পথচারীরা গাড়িচাপা পড়েন।”

তিনি আরও বলেন, “বিত্তবানদের ছোট ছেলেমেয়েরা রাস্তায় গাড়ি চালায়। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ন্যূনতম ২১ বছর বয়সে গাড়ি চালানোর নিয়ম। কিন্তু আজকাল ১২-১৩ বছরের ছেলেরা সিএনজিচালিত অটোরিকশা চালাচ্ছে। ফলে যেখানে-সেখানে দুর্ঘটনা ঘটছে।”

বিআরটিএর চেয়ারম্যান আ ল ম আবদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান খান।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top