GuidePedia

0
 জেনে নিন ২০১৩ এ পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রেস্তোরাঁর খরচ১. কিচো, কিয়োটো, জাপান

সবচেয়ে ব্যয়বহুল মধ্যাহ্ন ভোজের অভিজ্ঞতা হবে জাপানের কিচো’তে। এটি পরিচালনা করেন পদক পাওয়া শেফ কুনিও তোকুওকা। একবার একজনের খেতে এখানে খরচ পড়বে প্রায় ৬০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৮০০০ টাকা । তবে প্রতি পেনি উসুল হবে, দাবি এই শেফের।

২. রেস্টুরেন্ট লা মিওরিস, প্যারিস

খ্যাতিমান শেফ অ্যালেইন ডুকাসের পরিচালনায় এই রেঁস্তোরায় একজনের ডিনারের খরচ হবে প্রায় ৫০৯ ডলার বা ৪০,০০০ টাকা। পানীয়, কর এবং বখশিশ আলাদা খরচ।

৩. মাসা, নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত টাইম ওয়ার্নার সেন্টারে অবস্থিত এই রেঁস্তোরায় খুব রাজকীয় এক ডিনারে বসতে পারেন। ব্যয় হবে প্রায় ৪৫০ ডলার বা ৩৬,০০০ টাকা । এটি পরিচালনা করেন জাপানি শেফ মাসা তাকাইয়ামা।

৪. মাইসন পিক, ভ্যালেন্স, ফ্রান্স

ফ্রান্সের ভ্যালেন্সে অবস্থিত কিংবদন্তি রেঁস্তোরা মাইসন পিক। কয়েক প্রজন্ম ধরে এটি খ্যাতি ধরে রেখেছে। এখানে একজনের খাবার খরচ পড়বে প্রায় ৪৪৫ ডলার যা বাংলাদেশি ৩৫,৬০০ টাকার মত।

৫. আরাগাওয়া, টোকিও, জাপান

এখানে অনেক মেনুর সঙ্গে যে মাংস ব্যবহার করা হয় তা সংগ্রহে নির্দিষ্ট পশু নিজেদের তত্ত্বাবধানে জন্মানোর পর লালন-পালন করা হয়। আপনি একা একবার খেতে চাইলে আপনার খরচ পড়বে প্রায় ৩৭০ ডলার বা ৩০,০০০ বাংলাদেশি টাকা । ফক্সনিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top