আল্লাহ ও রাছুল(সাঃ)র নাম গোশতের মধ্যে
পীরগাছা(রংপুর): পীরগাছা উপজেলার অনন্তরাম রাজবাড়ী এলাকার মাহবুব ভেন্ডারের বাড়ীতে বাজার থেকে গরুর গোশ্ত কিনে এনে রান্না করার সময় মহিলারা দুইটি গোশত একটিতে আল্লাহ ও অপর টিতে মোহাম্মাদ (সাঃ)নাম দেখতে পেয়ে আশপাশের মহিলাদেরকে ডেকে দেখালে ঘটনাটি সত্য বলে বুঝতে পারে।
এই ব্যাপারে এলাকায় চাউড় হয়ে ঘটনাটি প্রকাশ পেলে এলাকার লোক জন সহ পাশেই উপজেলা কর্মকতা কর্মচারীরা নিজে গিয়ে পরখ দেখে। এই ঘটনায় অনেকেই শেষ জমানায় আল্লাহর এনিদর্শন বলে অনেকে মন্তব্য করেছেন। এদিকে গোশতের টুকরা দুইটি দেখার জন্য এলাকার সবর্বস্তরের লোকজন জমা হচ্ছে। এতেকরে মহিলারা বেশীভিড় করছে বলে প্রতক্ষ দর্শিরা জানান।
খবর টি শেয়ার করে সবাইকে দেখার পথ করে দিন
পীরগাছা(রংপুর): পীরগাছা উপজেলার অনন্তরাম রাজবাড়ী এলাকার মাহবুব ভেন্ডারের বাড়ীতে বাজার থেকে গরুর গোশ্ত কিনে এনে রান্না করার সময় মহিলারা দুইটি গোশত একটিতে আল্লাহ ও অপর টিতে মোহাম্মাদ (সাঃ)নাম দেখতে পেয়ে আশপাশের মহিলাদেরকে ডেকে দেখালে ঘটনাটি সত্য বলে বুঝতে পারে।

এই ব্যাপারে এলাকায় চাউড় হয়ে ঘটনাটি প্রকাশ পেলে এলাকার লোক জন সহ পাশেই উপজেলা কর্মকতা কর্মচারীরা নিজে গিয়ে পরখ দেখে। এই ঘটনায় অনেকেই শেষ জমানায় আল্লাহর এনিদর্শন বলে অনেকে মন্তব্য করেছেন। এদিকে গোশতের টুকরা দুইটি দেখার জন্য এলাকার সবর্বস্তরের লোকজন জমা হচ্ছে। এতেকরে মহিলারা বেশীভিড় করছে বলে প্রতক্ষ দর্শিরা জানান।
খবর টি শেয়ার করে সবাইকে দেখার পথ করে দিন
একটি মন্তব্য পোস্ট করুন