GuidePedia

0
মানুষের আবেগ অনুভূতির সঙ্গী হবে ভবিষ্যতের গাড়িগুলো। বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এমনই এক গাড়ির ধারণা দিয়েছে। টয়োটা এফভি-২ এমন একটি গাড়ি যেটি চালকের বিভিন্ন আবেগ অনুভূতি বুঝতে পারবে।


এই গাড়িটি হবে তিন চাকা ও এক সিট বিশিষ্ট। এটি চালকের গলার স্বরের ভঙ্গি শুনে ও মুখভঙ্গি দেখে তার আবেগ সম্পর্কে বুঝতে পারবে। চালকের মেজাজ-মর্জি অনুসারে এটি বিশেষ উইন্ডস্ক্রিনে উপযুক্ত রং প্রদর্শন করবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতে কোনো স্টিয়ারিং হুইল থাকছে না। এমনকি থাকছে না কোনো ব্রেকও। কেবল শারীরিক অঙ্গভঙ্গি করেই নিয়ন্ত্রণ করা যাবে গাড়িটি। যেমন, সামনে এগুতে চাইলে চালককে সামনের দিকে খানিকটা ঝুঁকতে হবে। পেছনে যেতে চাইলে পেছনদিকে ঝুঁকতে হবে। একইভাবে ডানে কিংবা বামে যেতে চাইলেও সেদিকে শরীর ঝুঁকিয়ে নিতে হবে।


টয়োটা কর্তৃপক্ষ বলছে এটি চালকের সঙ্গে যান্ত্রিক সম্পর্কের পাশাপাশি মানসিক সম্পর্কেরও সূচনা করবে। তাদের প্রত্যাশা এটি গাড়ি প্রেমীদের ড্রাইভিংয়ের ক্ষেত্রে এক অন্য মাত্রা যোগ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top