GuidePedia

0
মোবাইল ফোনের দুই জায়ান্ট কোম্পানি অ্যাপল ইনকরপোরেশন ও স্যামসাংয়ের আইনী লড়াই করপোরেট অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। অতীতে আর কোনো কোম্পানিকে এত বেশি মামলা লড়তে দেখা যায় নি। তো সর্বশেষ মামলায় হেরে গেছে এশিয়ান মোবাইল জায়ন্ট স্যামসাং।

আদালত বলেছে, স্যামসাং কর্তৃপক্ষ অ্যাপলের আইফোন ও আইপ্যাডের বিভিন্ন প্রোগ্রাম ও সফটওয়্যার কপি বা নকল করেছে। এ কারণে অ্যাপল বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই স্যামসাং ইলেকট্রনিকসের কাছে কোম্পানিটির ক্ষতিপূরণ প্রাপ্য। এ ক্ষতিপূরণের পরিমাণ ২৯ কোটি ডলার।

 বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি আদালত এ রায় দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের অপর একটি আদালত ১০০ কোটি ডলার জরিমানা করেছিল। এর বিরুদ্ধে আপীল করেছিল স্যামসাং। আপিলের শুনানির পর রায়ে ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে ২৯ কোটি ডলার করা হয়। এটি  অ্যাপলের চাওয়ার চেয়ে ৯ কোটি ডলার কম। সর্বশেষ অ্যাপল ৩৭ কোটি ৯৮ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছিল।

অন্যদিকে স্যামসাং চেয়েছিল ৫ কোটি ২৭ লাখ ডলার দিতে। ক্ষতিপূরণের পরিমাণ প্রস্তাবের চেয়ে বেশি হওয়ায় এবারের রায়ের বিরুদ্ধেও আপিল করা হবে বলে জানিয়েছে স্যামসাং।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top