GuidePedia

0
চোখ ধাঁধানো কিছু স্থান

জার্মানিতে বাডেন ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের ছোট্ট শহর রয়েটলিঙ্গেনে অবস্থিত ‘স্প্রয়ারহোফস্ট্রাসে' সড়ক মাত্র ৩১ সেন্টিমিটার চওড়া।২০০৭ সালে ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এ নাম উঠে গেছে এই সড়কের।
চোখ ধাঁধানো কিছু স্থান

ছোট রাস্তার দুই পাশে দু’টি মাত্র বাড়ি। একটি বাড়ি শহর কর্তৃপক্ষের মালিকানায় ছিল, অন্যটি ব্যক্তিগত মালিকানায়। এবার সড়ক বাঁচাতে কর্তৃপক্ষ প্রায় ১ লক্ষ ইউরো দিয়ে সেই বাড়িটি কিনে ফেলেছে। কয়েকদিন পরেই সংস্কারের কাজ শুরু হবে৷

প্রায় ৩০০ বছর আগে শহরে বিশাল এক অগ্নিকাণ্ড ঘটেছিল। তারপর শহরের পুনর্গঠনের সময় সড়কটি তৈরি হয়, যাতে বিপদে-আপদে বাড়ির লোকজন ‘শর্ট কাট' ব্যবহার করতে পারে। তারপর থেকে সড়কটি সেভাবেই রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top