চোখ ধাঁধানো কিছু স্থান
জার্মানিতে বাডেন ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের ছোট্ট শহর রয়েটলিঙ্গেনে অবস্থিত ‘স্প্রয়ারহোফস্ট্রাসে' সড়ক মাত্র ৩১ সেন্টিমিটার চওড়া।২০০৭ সালে ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এ নাম উঠে গেছে এই সড়কের।
ছোট রাস্তার দুই পাশে দু’টি মাত্র বাড়ি। একটি বাড়ি শহর কর্তৃপক্ষের মালিকানায় ছিল, অন্যটি ব্যক্তিগত মালিকানায়। এবার সড়ক বাঁচাতে কর্তৃপক্ষ প্রায় ১ লক্ষ ইউরো দিয়ে সেই বাড়িটি কিনে ফেলেছে। কয়েকদিন পরেই সংস্কারের কাজ শুরু হবে৷
প্রায় ৩০০ বছর আগে শহরে বিশাল এক অগ্নিকাণ্ড ঘটেছিল। তারপর শহরের পুনর্গঠনের সময় সড়কটি তৈরি হয়, যাতে বিপদে-আপদে বাড়ির লোকজন ‘শর্ট কাট' ব্যবহার করতে পারে। তারপর থেকে সড়কটি সেভাবেই রয়েছে।
জার্মানিতে বাডেন ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের ছোট্ট শহর রয়েটলিঙ্গেনে অবস্থিত ‘স্প্রয়ারহোফস্ট্রাসে' সড়ক মাত্র ৩১ সেন্টিমিটার চওড়া।২০০৭ সালে ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এ নাম উঠে গেছে এই সড়কের।
ছোট রাস্তার দুই পাশে দু’টি মাত্র বাড়ি। একটি বাড়ি শহর কর্তৃপক্ষের মালিকানায় ছিল, অন্যটি ব্যক্তিগত মালিকানায়। এবার সড়ক বাঁচাতে কর্তৃপক্ষ প্রায় ১ লক্ষ ইউরো দিয়ে সেই বাড়িটি কিনে ফেলেছে। কয়েকদিন পরেই সংস্কারের কাজ শুরু হবে৷
প্রায় ৩০০ বছর আগে শহরে বিশাল এক অগ্নিকাণ্ড ঘটেছিল। তারপর শহরের পুনর্গঠনের সময় সড়কটি তৈরি হয়, যাতে বিপদে-আপদে বাড়ির লোকজন ‘শর্ট কাট' ব্যবহার করতে পারে। তারপর থেকে সড়কটি সেভাবেই রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন