GuidePedia

0
দিল্লীতে বানরদের লাগামহীন বংশবৃদ্ধি রোধে তাদের জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নিতে যাচ্ছে দেশটির জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জোর করে পরিবার পরিকল্পনায় বাধ্য ক
রা হচ্ছে দিল্লীর বানরদের।

ভারতের কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গর্ভনিরোধক ট্যাবলেট এবং স্ত্রী ও পুরুষ বানরদের পৃথক নির্বীজকরণ পদ্ধতির সাহায্যে বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করেছেন তারা।

গত কয়েক বছর ধরেই বানরের উপদ্রপ বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। এরা ঘরে ঢুকে খাবার লুট, ছাদে মেলে রাখা কাপড় ছিঁড়ে ফেলা, গাছ উপরে ফেলা এবং মানুষকে কামড়ে আঁচড়ে রক্তাক্ত করছে প্রায় প্রতিদিনই। এ নিয়ে ভারত সরকারের কাছে অনেক অভিযোগও জমা হয়েছে। এমনকি কয়েক বছর আগে বানরের আক্রমণে বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান দিল্লী পৌরসভার ডেপুটি মেয়র এস এস বাজওয়া।

উল্লেখ্য, ২০০২ সালে একই প্রজাতির বানরদের একই নিয়মে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের মাধ্যমে সাফল্য পেয়েছিল হংকং।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top