GuidePedia

0
হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে আইফোন ৫।

কেমন আছেন আপনারা ?
আপনাদের জন্য জটিল একটা খবর নিয়া আসলাম ,
খবর টা হল হীরা আর স্বর্ণ দিয়ে বানান হবে এপলের আইফোন ৫।
হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে আইফোন ৫।


যুক্তরাজ্যের স্টুয়ার্ট হিউজ নতুন একটি আইফোনের নকশা
করেছেন যা দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল বলে জানায় অ্যাপেল।
এ আইফোন ৫ টিতে থাকবে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো কাঠামো
আর দুর্লভ কালো হীরার বোতাম যুক্ত।
2013 04 15 06 02 43 516b980313f16 iphone51 হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে  আইফোন ৫।
স্টুয়ার্ট এর মতে কালো হীরা যুক্ত এই আইফোন ৫iphone 2 হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে  আইফোন ৫।টিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোন।
আধুনিক মোবাইলের নকশাবিদ স্টুয়ার্ট হিউজ মূলত দামি প্রযুক্তিপণ্যের
নকশা করার জন্যই বিখ্যাত।
iPhone 5 AnyStyle gold BGR 001 হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে  আইফোন ৫।
এর ২বছর আগে হীরা, দামি রত্ন ও
ডাইনোসরের হাড় দিয়ে আইপ্যাড ২ এর একটি নকশা করেছিলেন।
আইফোন ৫ এর মূল্য ১৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার ।
Gold iPhone 5 Debuted A হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে  আইফোন ৫।
স্টুয়ার্ট বর্তমান বিশ্বের সবচেয়ে দামি মোবাইল হিসেবে দাবি করেন
এই গোল্ডেন আইফোন ৫।
złoty iPhone হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে  আইফোন ৫।
স্টুয়ারট স্মার্টফোনটি ২৪ ক্যারেটের সোনায় মুড়তে দুই মাসের বে
শি সময় লেগেছে।এ গোল্ডেন আইফোন ৫
article 0 153F50CC000005DC 866 634x817 হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে  আইফোন ৫।-এর হোম বাটনটিতে সংযুক্ত
করা হয়েছে ২৬ ক্যারেটের কালো হীরা আর পুরো আইফোন ৫ জুড়ে
আরও ৬০০ টি সাদা হীরা দেওয়া হয়েছে। আইফোন ৫ টির ডিসপ্লে
তৈরি হয়েছে মূল্যবান খনিজ পদার্থ স্যাফায়ার{s2o} ব্যবহার করে।
Gadget lovers can dish out 17000 AED 4628 for the yellow gold and black iPhone 5 model. হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে  আইফোন ৫।
পেছনে অ্যাপলের লোগোটিকে সাজাতে ৫৩ টি হীরা ব্যবহার করা হয়।
তবে এই মডেলের আইফোন ৫ বাজারে আনার চিন্তা নেই অ্যাপলের।
আইফোন ৫ এ ব্যবহার ক্রীত কালো হীরা দুর্লভ। কালো হীরা টি চিনের
একজন কোটিপতির সংগ্রহে ছিল তিনি এ কালো হীরার যোগান দেন।
মুলত তার জন্যই নকসা করা হয় এই মোবাইলের।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top