GuidePedia

0

কবর থেকে মাটি সরিয়ে একটি হাত ওপরে উঠে আসছে



গা ছমছম করা ঘটনাই বটে। ব্রাজিলের সাও পাওলোর এক শহরতলি ফেরাজ ডি ভাসকনসেলোসে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়েছিলেন এক নারী। কবরস্থানে গিয়েই তিনি কিছু অস্পষ্ট শব্দ শুনতে
কবর থেকে মাটি সরিয়ে একটি হাত ওপরে উঠে আসছে
পান। এদিক সেদিক তাকিয়ে শব্দটি কোথা থেকে আসছে সেটা শনাক্তের চেষ্টা করেন তিনি। হঠাৎ নিচের দিকে তাকিয়ে যা দেখলেন তাতে রীতিমতো বাকরূদ্ধ হবার দশা হয় তার। দেখলেন একজন পুরুষ মানুষের হাত কবর থেকে মাটি সরিয়ে ওপরে উঠে আসছে। লোকটিকে কবর থেকে বের হয়ে আসার চেষ্টা করতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এ দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যান তিনি। শিউরে ওঠেন। তারপর ভয়ে চিৎকার দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন তিনি। 
পরে তিনি ফিরে গিয়ে জরুরি সেবা পেতে পুলিশকে ফোন করেন। কবরস্থানের একটি অংশে তাকে অর্ধেক সমাহিত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। পুলিশকে ওই নারী যখন ঘটনাটি জানালেন, তারা কোনভাবেই তাকে বিশ্বাস করছিল না। বরং, ওই নারীর বিরুদ্ধে পুলিশের সময় নষ্ট করা ও অযথা মস্করা করার মৌখিক অভিযোগ আনছিলেন তারা। বহু চেষ্টার পরও যখন তিনি পুলিশকে বোঝাতে ব্যর্থ হন, তখন কবরস্থান কর্তৃপক্ষের সহায়তা নিতে হয় তাকে। শেষ পর্যন্ত কাজ হয়। তারা এসে কবরটি খুঁড়ে ওই ব্যক্তিকে বের করে। কিন্তু ততক্ষণে ওই ব্যক্তি কবরের ভেতর থেকে তার একটি হাত ও মাথা বের করে ফেলেছিলেন। স্থানীয় অসংখ্য মানুষ উদ্ধারের ভিডিও ধারণ করে। ওই ব্যক্তির নাম-পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
পুলিশ জানায়, কবর থেকে বের হওয়া ওই ব্যক্তি স্থানীয় সিটি হলের একজন কর্মচারী। শহরের অন্য একটি অংশে মারামারি করতে গিয়ে প্রতিপক্ষের হাতে বেদম মার খান তিনি। ওই অবস্থায় অজ্ঞান হয়ে গেলে প্রতিপক্ষ তাকে রাতের অন্ধকারে জ্যান্ত কবর দিয়ে দেয়। এরও বেশ কয়েক ঘণ্টা পর তিনি বেরিয়ে আসেন। জ্ঞান ফিরে পেয়ে তিনি গোঙাতে শুরু করেন। আর সেই শব্দই ওই নারীর কানে পৌঁছেছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top