GuidePedia

0
খারাপ ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণের ৪ টি কারণ

কলেজের সবচেয়ে বখাটে ছেলেটিকেও দেখা যায় ৪/৫টা মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে অথচ ক্লাসে ফার্স্ট হওয়া ছেলেটির একটিও মেয়ে বন্ধু নেই। বখাটে ছেলেদের প্রতি মেয়েরা আকৃষ্ট হয় কেন এটা অনেকেরই জিজ্ঞাসা। আসুন জেনে নেয়া যাক কারণগুলো। গুলো।

আত্মবিশ্বাস
খারাপ ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণের ৪ টি কারণ


মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদেরকে পছন্দ করে। আর বখাটে বা খারাপ ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস থাকে বেশি মাত্রায়। তাই স্বাভাবিকভাবেই মেয়েরা এধরনের ছেলেদের প্রতি বেশি আকর্ষণবোধ করে। 

পৌরুষ

খারাপ ছেলে মানেই সাধারণত কালো সানগ্লাস, মোটর সাইকেল, মুখে সিগারেট আর শরীরে ট্যাটু আঁকা একজন তরুণের অবয়ব সামনে মূর্ত হয়। এই বৈশিষ্ট্যগুলোর জন্য অনেক মেয়ের কাছে খারাপ ছেলেদেরকে বেশি পুরুষত্বের অধিকারী মনে হয়। 

রহস্য

মেয়েরা রহস্য ভালোবাসে। একটা বখে যাওয়া ছেলে কি করছে, তার জীবনযাত্রা কেমন, কোথায় যাচ্ছে এসব নিয়ে বেশিরভাগ মেয়েই বেশ উৎসাহী থাকে। 

কথা বলার ভঙ্গি

বখাটে ছেলেরা জানে কিভাবে মেয়েদের সাথে কথা বলতে এগিয়ে যেতে হবে, কিভাবে প্রেমের প্রস্তাব দিতে হবে কিংবা প্রশংসা করতে হবে। এসব ক্ষেত্রে তাদের কোনো জড়তা কাজ করে না। ফলে তারা সহজেই মেয়েদেরকে পটিয়ে ফেলার ক্ষমতা অর্জন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top