GuidePedia

0
ছোটখাটো একটা হাত-যন্ত্র, যা থেকে তৈরি মোটা কাপড় ভারতের স্বাধীনতা আন্দোলনে জোয়ার তুলেছিল। গান্ধী যখন ভারত-ছাড়ো আন্দোলনের সেই দিনগুলিতে জেলে বন্দি, তখনও সঙ্গী করেছিলেন সেই হাত-চরকাকে। যার শক্তি দেখে পিছু হটতে বাধ্য হয়েছিল পশ্চিমের সাম্রাজ্যবাদীরা।

গান্ধীর সেই হাত-চরকাই ১,১০,০০০ পাউন্ডে যা ভারতীয় হিসাবে প্রায় ১১ কোটি রুপিতে বিক্রি করা হল। শিক্ষাবিদ রেভারেন্ড ফ্লয়েড এ পাফারের থেকে উপহার পাওয়া এই চরকার দাম নিলামে এই অঙ্কে পৌঁছেছে। ন্যূনতম দাম ধার্য করা হয়েছিল ৬০,০০০ পাউন্ড।

এর আগে গান্ধীর শেষ চিঠি, ব্যবহূত অন্যান্য সামগ্রীও নিলামে উঠেছে। শেষবার যে ঐতিহাসিক নথির নিলাম হয় তার দাম উঠেছিল ২০,০০০ পাউন্ড।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top