
পেয়ার মে’র কাজ করতে গিয়ে তিনি মাত্র ছয়টি পোশাক পাল্টেছেন। বাস্তবে নবাবের বেগম হলেও অভিনয় করতে গিয়ে তারকার হাবভাব দেখাননি ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। ছবিটিতে পাশের বাড়ির মেয়ের মতোই দেখা যাবে তাকে। সমাজকর্মী হিসেবে স্থানীয়দের সহায়তা করতে গ্রামে থাকার সিদ্ধান্ত নেয় সে। দ্বিতীয় ভাগের পুরো কাজ হয়েছে গ্রামীণ পরিবেশে। তাই চটকদার পোশাক পরার সুযোগ ছিল না। ফলে বিরতির আগেই যা একটু পোশাক পাল্টেছেন কারিনা। তাই ডিজাইনার মনীষ মালহোত্রাকে বেকার সময় কাটাতে হয়েছে। করণ জোহর প্রযোজিত ও পুনিত মালহোত্রা পরিচালিত ছবিটিতে কারিনার সহশিল্পী ইমরান খান। এটি মুক্তি পাবে ২২ নভেম্বর।
একটি মন্তব্য পোস্ট করুন