GuidePedia

0
অনেক সময় অর্থের প্রয়োজনে অনেকেই উপায়ান্তর না দেখে নিজের অঙ্গ বিক্রি করেন বলে আগেও শোনা গেছে। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নাগরিক মার্ক পারিসি টাকার জন্য নিজের একটি অণ্ডকোষ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

৩৫ বছর বয়সী মার্ক মোট ৩৫ হাজার ডলারের বিনিময়ে চিকিৎসকদের কাছে নিজের এই গোপনাঙ্গটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সম্প্রতি মার্কিন এটি টিভিরি রিয়েলিটি শোতে উপস্থিত হয়ে নিজের এই অদ্ভুত সিদ্ধান্তের কথা জানান মার্ক।

মার্ক জানান, চিকিৎসকদের কাছে তিনি এই বিশেষ অঙ্গটি বিক্রি করলেও তারা একটি কৃত্তিম অণ্ডকোষ তাকে লাগিয়ে দেবেন বলে কথা দিয়েছেন।
মার্ক বলেন, ‘তারা বলেছে আমাকে কৃত্তিম একটি অণ্ডকোষ দেবে এবং ১৪ দিন পর যখন আমি আবার চেকআপ করতে যাব তখন হাতে পাবো ৩৫ হাজার ডলারের ব্যাংক চেক।

এদিকে নিজের এই অঙ্গ বিক্রির আগে টাকা প্রাপ্তির এই সুযোগে এখন খুব খুশি মার্ক।

জানা যায়, আগে মার্ক লাস ভেগাসের একটি কফি শপে ও বেকারিতে পার্ট টাইম চাকরি করতো। নিজের বেতনের টাকা বাঁচাতে তিনি প্রায়ই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেন। এর বিপরীতে তিনি বিনামূল্যে যেমন শরীর চেকআপের সুযোগ পান, তেমনি বেঁচে যায় চিকিৎসা খরচও।

মার্ক হিসাব করেছেন এভাবে তিনি বিভিন্ন চিকিৎসা বিষয়ক গবেষণায় অংশ নিয়ে গত দুবছরে কমপক্ষে ১ লাখ ৫০ ডলার খরচ বাঁচিয়েছেন। সম্প্রতি ইবোলা নামে একটি ভাইরাস নিয়ে গবেষণায় তিনি নিজের শরীর ব্যবহার করতে দিয়ে এক সপ্তাহে ৫ হাজার ডলার আয় করেন।

মূলত এর লোভেই মার্ক এবার নিজের একটি অণ্ডকোষ বিক্রি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top