
তিনি একজন স্বীকৃত স্কুবা ডাইভার ও আন্ডারওয়াটার মডেল ইয়ারা। দুটি আলাদা লেজ আছে তার। পানির নিচে মডেলিং, ভিডিও এবং স্ট্যান্ট দৃশ্যে অভিনয় করেন তিনি।
স্বীকৃতিস্বরূপ তার ভিডিও ‘লেডি অব দ্য লেক’ এর জন্য পেয়েছেন ওয়ার্ল্ড মারমেইড অ্যাওয়ার্ডস ২০১১ এর মোস্ট এনচ্যান্টিং মারমেইড ভিডিও অ্যাওয়ার্ড।
পানির নিচে স্থিতিশীল অবস্থায় ৫ মিনিট ৩০ সেকেন্ড এবং সাঁতার কাটা অবস্থায় ৩ মিনিট ৫০ সেকেন্ড থাকতে পারেন ইয়ারা।
একটি মন্তব্য পোস্ট করুন