শরীরী খেলায় মেতে আছে কুল ডুড (ভিডিও)

মনপসন্দ বেবির সঙ্গে যখন শরীরী খেলায় মেতে আছে কুল ডুড, ঠিক তখনই যদি হানা দেয় বড়রা? ব্যাপারটা তাহলে কেমন হবে? সেরকমই এক কান্ড ঘটালেন ডিম্পল কাপাডিয়া। অবশ্যই বাস্তবে নয়, ‘হোয়াট দ্য ফিশ’ ছবির একটি গানে। কেমন সেই গান? সরাসরি জেনে নিন এই ভিডিও থেকে।
একটি মন্তব্য পোস্ট করুন