পৃথিবীর সবচেয়ে শক্তিশালি বালক...
giuliano মাত্র ২বছর বয়স থেকেই প্রতিদিন weight training করে আসছিলো... পরিশেষে তাঁর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ড এ উঠে যখন ইতালিয়ান টিভি শো তে তাঁর একটি শো পুরা দেশবাসীকে অবাক করে দেয়!!
সেই শো তে সে তাঁর দুই পায়ের মাঝে মেডিসিন বল রেখে সর্বোচ্চ গতিতে শুধুমাত্র তাঁর দুই হাতের সাহায্যে হেটে ১০০ফিটের ও বেশি দূরত্ব অতিক্রম করে!!
তাঁর বাবা iulian stroe যিনি নিজেও একজন বডিবিল্ডার... তাঁর বাবার সাথেই giuliano ছোট কাল থেকেই জিম এ যাওয়া শুরু করে!! তাঁর বর্তমান বয়স ৯বছর...

অসাধারন সুন্দর একটি সুইমিং পুল । এটিকে বলা হয় সুইমিং ব্রিজ ।
এটি সিঙ্গাপুরে অবস্থিত ।

পৃথিবীর প্রথম পানির নিচের চলমান গাড়ি ।
এটি তৈরি করে একটি সুইস কোম্পানি Rinspeed ।
এটি একই সাথে স্থলে এবং পানির নিচেও চলতে পারে

এটি ফিলিস্তিন এক মেয়ের করুন কন্নার দৃশ্য ।
মৃত বাবাকে জড়িয়ে ধরে মেয়েটি কাদছে
তাদের জন্য আমাদের মুসলিমদের কিছু করার নেই
তবুও ছবিটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়েছে

শেয়ার করুন
একটি মন্তব্য পোস্ট করুন