GuidePedia

0
অবিশ্বাস্য এক নির্মম ঘটনা ঘটিয়েছে এক পাসণ্ড প্রেমিক। প্রেমিকাকে কেটে শকুনের খাদ্য বানিয়েছে সে।
প্রেমিকাকে কেটে শকুনের খাদ্য!

স্পেনের ৩২ বছর বয়সী জোজ টামায়োর সঙ্গে তার ৩০ বছর বয়সী প্রেমিকা ক্যারোলিনা গোমেজের সম্পর্ক ভাল যাচ্ছিলো না। এরমধ্যে যখন জোজ শোনেন তার গার্লফ্রেন্ড ক্যারোলিনা সন্তানের মা হচ্ছেন। তখন আরো ক্ষেপে গিয়ে ক্যারোলিনাকে হত্যা করেন জোজ।

স্প্যানিশ গোয়েন্দারা জানিয়েছে, লোকটি প্রথমে ঐ নারীকে রড জাতীয় কিছু দিয়ে আঘাত করেন। এরপর তাকে মৃত দেখলে তিনি তাকে টুকরো টুকরো করে মাদ্রিদে নিয়ে গিয়ে শকুনকে খাওয়ান।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top