বিভিন্ন উপলক্ষে মানুষ উৎসবে মাতে। তাই বলে মৃত্যুতেও উৎসবের ঐতিহ্য খুব অদ্ভুতই শোনা যায়। পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের কৈলাশ উপজাতির মধ্যে এমনই বিচিত্র ঐতিহ্য রয়ে গেছে সেই আলেকজান্ডারের আমল থেকে।মৃত্যুতেও উৎসব পালনের নিজেদের স্বতন্ত্র এই সংস্কৃতি গোটা বিশ্বেই বিরল। খাইবার পাখতুনওয়ার চিত্রাল জেলার এই উপজাতির নাম কৈলাশ। আনন্দের রেশটুকু এরা বাঁচিয়ে রাখে মৃত্যুতেও।
চক নামের সেই উৎসবে মুখ চুলে ঢেকে মৃতদেহের কাছে বসে থাকেন পরিবারের মহিলারা। আর চারপাশে নাচগানে মাতেন বাকিরা। কোনও পুরুষের মৃত্যু হলে তিনদিন ধরে হয় চক উৎসব। মহিলাদের ক্ষেত্রে উৎসব হয় একদিন।
চক নামের সেই উৎসবে মুখ চুলে ঢেকে মৃতদেহের কাছে বসে থাকেন পরিবারের মহিলারা। আর চারপাশে নাচগানে মাতেন বাকিরা। কোনও পুরুষের মৃত্যু হলে তিনদিন ধরে হয় চক উৎসব। মহিলাদের ক্ষেত্রে উৎসব হয় একদিন।
একটি মন্তব্য পোস্ট করুন