দেশের রাজনৈতিক সঙ্কট নিয়ে মুখ খুললেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। গতকাল মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তার কণ্ঠে ঝরে হতাশা। সে সঙ্গে তিনি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার।
রাজনৈতিক সঙ্কটে টালমাটাল বাংলাদেশ। সে কালো ছায়া পড়েছে বাংলাদেশের ক্রিকেটেও। সহিংস ও অস্থির বাংলাদেশে জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর, ফেব্রুয়ারিতে এশিয়া কাপ ও মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চরম শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মুশফিকুর রহীম ক্রিকেটের এ ভরা মওসুমে ক্রিকেট নিয়ে শঙ্কা ছাড়াও দেশের মানুষের ভোগান্তি নিয়ে নিজের হতাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সত্যি বলতে কি আসলে খুবই খারাপ লাগে। কারণ আমরা ক্রিকেটাররা না খেললেও বাসায় তো অন্তত তিন বেলা ভাল খেতে পারছি। যারা দিন আনে দিন খায়, সাধারণ মানুষ- তাদের কি অবস্থা! আমি তাদের দিক থেকে আমি আহ্বান জানাতে চাই যে, অন্তত এসব মানুষের কথা চিন্তা করেও যেন দেশে শান্তি ফিরে আসে। অন্তত তারা যেন বাঁচতে পারে। আমরা ক্রিকেট মাঠে না-ও খেলি আমরা বাসায় বসে মরে যাবো না। যারা দিন আনে দিন খায় তাদের জন্য অনেক বড়। সেদিক থেকে বলতে পারি, অনুরোধ করতে পারি সবাই যেন এটা চিন্তা করে।’ এছাড়াও এ বছরটাও মুশফিকুর রহীম শ্রীলঙ্কার বিপক্ষে ভালভাবে লড়াই দিয়ে শুরু করতে চাইছেন। তবে এখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক সঙ্কট। বর্তমান পরিস্থিতেতে শ্রীলঙ্কা সফরে আসে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। ক্রিকেটারদের মধ্যেও এ শঙ্কা নিয়ে রয়েছে নানা আলোচনা। আর এই অবস্থা ক্রিকেটারদের মধ্যে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে মুশফিকুর রহীম বলেন, ‘খুব বেশি প্রভাব পড়বে না। অনেক সময় মনে হয়েছিল, কেউ আসবে কি, আসবে না। সত্যি বলতে, যেমন আবহাওয়া, পিচ কন্ডিশন আমাদের হাতে নাই। আমাদের হাতে আছে সেরা প্রস্তুতি কিভাবে করা এবং আসলে কাদের সঙ্গে খেলবো। আর যদি কেউ না আসে আমাদের যেটা আছে বিসিএল বা এনসিএল হবে। তবে আশা করছি সবাই আসবে এবং আমরা খেলবো। এর মাঝখানে আমরা ভাল করবো।’
একটি মন্তব্য পোস্ট করুন