
‘রাওডি রাঠোর’ ও ‘জোকার’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। এ দুই ছবিতেই তাদের প্রেম রসায়ন দর্শকরা বেশ পছন্দ করেছেন। বিশেষ করে ‘রাওডি রাঠোর’ ছবিতে অক্ষয়ের সঙ্গে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছিলেন এ অভিনেত্রী। এবার তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হয়ে পর্দায় আসছেন এ দুই তারকা। তাদের অভিনীত ‘বস’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে। ইতিমধ্যে এ ছবির প্রমো ও গান প্রচার
হয়ে আলোচনার শীর্ষে অবস্থান করছে। ‘বস’ ঈদের বিগ বাজেটের ছবি হিসেবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে এ ছবিতে অক্ষয়ের সঙ্গে আগের চেয়েও বেশি ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হয়েছেন সোনাক্ষি। জানা গেছে, ছবিতে একটি চুমোর দৃশ্যও রাখার পরিকল্পনা ছিল, কিন্তু সোনাক্ষি সেটি করতে রাজি হননি। যার ফলে সেই দৃশ্যটি আর ধারণ সম্ভব হয়নি। তবে চুমোর দৃশ্য না থাকলেও একাধিকবার ছবিতে ঘনিষ্ঠ হয়েছেন অক্ষয়-সোনাক্ষি। অন্যদিকে ছবির গানগুলোতে বেশ খোলামেলা রূপেই দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। মোদ্দাকথা, এখন পর্যন্ত এ ছবিতেই সর্বাধিক খোলামেলা পোশাক পরেছেন সোনাক্ষি। ছবিটি করতে পেরে নিজেও অনেক খুশি এ অভিনেত্রী। সমপ্রতি এ ছবির বিষয়ে একটি সংবাদ সম্মেলনে সোনাক্ষি বলেন, বস কিন্তু সত্যিই বস! কারণ অভিনেতা হিসেবে অক্ষয় কুমারকে আমি বসই মানি। তার সঙ্গে যত ছবিতে অভিনয় করেছি তার মাধ্যমে অনেক কিছু শিখেছি। অনেক কো-অপারেটিভ তিনি। এখন পর্যন্ত তার সঙ্গে আমি সর্বাধিক ছবিতে কাজ করেছি। কিন্তু ‘বস’ ছবিটি অনেক আলাদা। এখানে অন্যরকম অক্ষয় কুমার ও সোনাক্ষিকেই দেখা যাবে। অ্যাকশন দৃশ্যেও কাজ করেছি আমি এখানে। পাশাপাশি অক্ষয়ের সঙ্গে রোমান্টিক দৃশ্যও করেছি। সব মিলিয়ে একটি পরিপূর্ণ ছবি ‘বস। আশা করছি ছবিটি সবারই ভাল লাগবে।
একটি মন্তব্য পোস্ট করুন