GuidePedia

0
ছুরি দেখিয়ে ধর্ষণ করা হয়েছিল আমাকে। খুব অল্প বয়সে যখন কেরিয়ারের জন্য, কাজের খোঁজে নিউ ইয়র্কে এসেছিলাম তখনই ধর্ষণ করা হয়েছিল আমাকে। ‘হারপার্স বাজার’ ম্যগাজিনের নভেম্বর ইস্যুতে দেওয়া এক সাক্ষাৎকারে অভিশপ্ত সেই দিনের কথা নিজের মুখেই কবুল
করলেন ৫৫ বছরের পপ ক্যুইন ম্যাডোনা। নিউইয়র্কে যখন এসেছিলাম তখন কিন্তু কেউ আমাকে অস্ত্রশস্ত্র দেখিয়ে ভয় দেখায়নি। কিন্তু ঠিক এক বছরের মাথায় একদিন আমাকে রাস্তা থেকে বন্দুকের নল মাথায় ঠেকিয়ে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। একটি ঘরে আটকে রাখে। তারপর হাত, মুখ বাঁধা অবস্থায় ছুরির ফলা পিঠে ঠেকিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যায় একটি বাড়ির ছাদে। সেখানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় আমাকে।

শুধু তাই নয়, নিউইয়র্কে যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটটাতে তিনবার হামলা চালানো হয। আমি যখন থাকতাম না তখন দেখতাম কে বা কারা জানলার কাচ, দরজা ভেঙে দিয়ে যেত। আমার ঘরে কোনও দামি জিনিস থাকত না। একবার দুষ্কৃতীরাআমার ঘর থেকে রেডিওটা চুরি করে নিয়ে গিয়েছিল। ওই পত্রিকায় ট্রুথ অফ ডেয়ার কলামে নিজের জীবনের চাওয়া, পাওয়া, দুঃখ, আনন্দ, হতাশা অনেক কিছুই অকপটে কবুল করেছেন ম্যাডোনা লুই ভেরোনিকা।

ম্যাডোনা জানিয়েছেন, ইংল্যান্ডের গ্রাম,গ্রামের দৃশ্যগুলি তাঁকে বড় টানে। গাই রিচির সঙ্গে বিয়ের আগে ও পরের অভিজ্ঞতাগুলিও লিখেছেন তিনি। এখন কোরান পড়ছেন মনযোগ দিয়ে। তবে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবেন এমনটা জানাননি তিনি। লিখেছেন, “আমার ডিএনএ তেই আছে, আমি দুঃসাহসী। জীবনে কখনও কোনও কিছুকে ভয় পাইনি। জীবনের ইচ্ছে ও লক্ষ্যপূরণে যে কোনও ঝুঁকি এখনওই নিতে রাজি আমি।”

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top