বিশ্বের চোখ ধাঁধানো ১০টি অফিস, যা মুগ্ধ করবে আপনাকে
.jpg)
অফিস! শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে নয়টা-পাঁচটা রোবটের মত কাজ করে যাওয়া, নিরানন্দ এক জায়গা। সেই সাথে কাজের চাপ তো আছেই। কিন্তু সব অফিস কিন্তু এক নয়। আজকের ফিচারে আমরা নিয়ে এসেছি বিশ্বের খ্যাতনামা কিছু প্রতিষ্ঠানের অফিসের ভেতরের ছবি। যেখানে রয়েছে-গুগল, ফেসবুক কিংবা নোকিয়ার মত নামী প্রতিষ্ঠানও। চলুন ঘুরেই আসা যাক। কাজের চাপ কমাতে এ প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বিনোদন ও মানসিক প্রশান্তির সব ধরণের ব্যবস্থায় করে রাখে। দেখার পর মুগ্ধ না হয়ে পারবেন না।
)এ ফিচারের প্রচ্ছদের ছবিটিতে দেখা যাচ্ছে গুগল অফিসের একটি কক্ষ... সৌজন্যঃ officesnapshots.com
(২)প্রকৃতির সুশীতল ছায়ায় অফিস। কাজের চাপ কোথায় হারিয়ে যাবে! Selgas Cano Architecture Office এর এ ছবিটি iwan.com থেকে নেয়া।
(৩)বেশ! নৌকায় ভেসে ভেসে অফিস করার আইডিয়াটা দারুণ, তাই নয় কি? সত্যিকারের নৌকা নয় অবশ্য। Inventionland Design Factoryর অফিসের ডিজাইনটাই এরকম।সৌজন্যঃivldesign.com
(৪)অফিসের ভেতরে কেবিনগুলো যেন একটি বাড়ির কয়েকটি তলা, সামনে গাড়িও পার্ক করা আছে! Pallotta Teamworks এর এ ছবিটি clivewilkinson.com থেকে নেয়া।
(৫)কোন মাল্টিস্টার হোটেলের লবি নয় কিন্তু এটা। Dropbox এর অফিসের একটি ছবি। সৌজন্যঃ customspaces.com
(৬)Airbnbর অফিসের এ ছবিটি দেখে নিজের বাসার গেস্ট রুমের কথা মনে পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় অবশ্য। সৌজন্যঃ customspaces.com
(৭)Facebook অফিস... গল্পগুজব আর সাথে চলছে কাজও। ছবিঃ customspaces.com
(৮)নোকিয়ার অফিস... সবুজ রঙে রাঙিয়ে ‘connecting people’! ছবিঃ customspaces.com
(৯)Urban Outfitters এর এ অফিসটির ব্যপারে কি বলা যায়? এক কথায়... চমৎকার! ছবিঃ : officesnapshots.com
(১০)কাজের ফাঁকে বিনোদন... Lego অফিস। ছবিঃ officesnapshots.com
একটি মন্তব্য পোস্ট করুন