সত্যিকারের একটি ভালবাসার গল্প
আজ আমি একটি সত্যিকারের ভালবাসার গল্প শেয়ার করব। গল্পটি শুনে আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে শুরু করি .....
একটি মেয়েকে বারবার ভালবাসার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় একটি ছেলে...
মেয়েটি প্রতিবারই বলেঃ "শোন, তোমার এক মাসের বেতন আমারএকদিনের হাত খরচ। তোমার সাথে সম্পর্ক করব আমি!!! ভাবলে কি করে? আমি তোমাকে কখনই ভালবাসতে পারব না। করুনা করেও না।তাই তুমি ভুলে যাও আমাকে। তোমার যোগ্যতা অনুযায়ী কাউকে ভালবাসো!!! আমাকে নয়!! ছেলেটি তারপরেও মেয়েটিকে ভুলতে পারে নাই!!"
গল্পটি এখানে শেষ হলেও হতে পারতো কিন্তু . . .
••• ১০ বছর পরে হঠাৎ একদিন •••
ঐ মেয়েটি আর ছেলেটির একদিন এক শপিংমলে দেখা হয়ে গেল। দেখা হবার পর মেয়েটি বললঃ "আরে তুমি! কেমন আছ? জানো? আমার বিয়ে হয়ে গেছে! আর আমার স্বামীর বেতন কত জানো! প্রতি মাসে এক লাখ টাকা!!! তুমি কল্পনা করতে পারো? আর আমার স্বামী দেখতেও অনেক স্মার্ট!একেবারে সেইরকম!!! বুঝলে তুমি!?! আচ্ছা!!! তোমার কপালে কেউ জুটেছে নাকি?
মেয়েটির এমন কথা শুনে ছেলেটির চোখে পানি এসে গেল. . . .
এর কিছু সময় পরেই মেয়েটির স্বামী চলে আসলো। তখন মেয়েটি কিছু বলার আগেই ওর স্বামী বলতে লাগলো ছেলেটিকে দেখেঃ . . . . "আর এ স্যার আপনি!! এখানে কি মনে করে!!! তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে ওর স্বামী আরো বলতে লাগলো.... উনি আমাদের বস, আর স্যার বর্তমানে যে ২০০ কোটি টাকার প্রোজেক্ট হাতে নিয়েছেন সেটা আমিই স্যারের অধীনে কাজ করছি।আর মজার ব্যাপার কি জানো!!! স্যার একটা মেয়েকে ভালোবাসতো। তাই এখনও পর্যন্ত বিয়েই করে নাই। মেয়েটা কি লাকি তাই না!!! কয়জন এমনভাবে ভালবাসতে পারে?"
••• গল্পটির এখানেও সমাপ্তি হয় না... কারন এ ধরনের গল্পের কোনো সমাপ্তি নেই... তবে এটাই সত্যিকারের ভালবাসা... জীবনটা এক অর্থে অনেক বড়। কাউকেই ছোট করে দেখতে নেই। সময়ে এর স্রোতে অনেক কিছু বদলে যেতে পারে। সুতরাং কাউকে ছোট না ভেবে সবার ভালবাসাকেই সম্মান করা উচিত...
সত্যিকারের একটি ভালবাসার গল্প /শেয়ার করুন আর এমন সব সত্যিকারের একটি ভালবাসার গল্প জানার জন্য সাথেই থাকুন
আজ আমি একটি সত্যিকারের ভালবাসার গল্প শেয়ার করব। গল্পটি শুনে আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে শুরু করি .....
![]() |
সত্যিকারের একটি ভালবাসার গল্প |
একটি মেয়েকে বারবার ভালবাসার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় একটি ছেলে...
মেয়েটি প্রতিবারই বলেঃ "শোন, তোমার এক মাসের বেতন আমারএকদিনের হাত খরচ। তোমার সাথে সম্পর্ক করব আমি!!! ভাবলে কি করে? আমি তোমাকে কখনই ভালবাসতে পারব না। করুনা করেও না।তাই তুমি ভুলে যাও আমাকে। তোমার যোগ্যতা অনুযায়ী কাউকে ভালবাসো!!! আমাকে নয়!! ছেলেটি তারপরেও মেয়েটিকে ভুলতে পারে নাই!!"
গল্পটি এখানে শেষ হলেও হতে পারতো কিন্তু . . .
![]() |
সত্যিকারের একটি ভালবাসার গল্প |
ঐ মেয়েটি আর ছেলেটির একদিন এক শপিংমলে দেখা হয়ে গেল। দেখা হবার পর মেয়েটি বললঃ "আরে তুমি! কেমন আছ? জানো? আমার বিয়ে হয়ে গেছে! আর আমার স্বামীর বেতন কত জানো! প্রতি মাসে এক লাখ টাকা!!! তুমি কল্পনা করতে পারো? আর আমার স্বামী দেখতেও অনেক স্মার্ট!একেবারে সেইরকম!!! বুঝলে তুমি!?! আচ্ছা!!! তোমার কপালে কেউ জুটেছে নাকি?
মেয়েটির এমন কথা শুনে ছেলেটির চোখে পানি এসে গেল. . . .
এর কিছু সময় পরেই মেয়েটির স্বামী চলে আসলো। তখন মেয়েটি কিছু বলার আগেই ওর স্বামী বলতে লাগলো ছেলেটিকে দেখেঃ . . . . "আর এ স্যার আপনি!! এখানে কি মনে করে!!! তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে ওর স্বামী আরো বলতে লাগলো.... উনি আমাদের বস, আর স্যার বর্তমানে যে ২০০ কোটি টাকার প্রোজেক্ট হাতে নিয়েছেন সেটা আমিই স্যারের অধীনে কাজ করছি।আর মজার ব্যাপার কি জানো!!! স্যার একটা মেয়েকে ভালোবাসতো। তাই এখনও পর্যন্ত বিয়েই করে নাই। মেয়েটা কি লাকি তাই না!!! কয়জন এমনভাবে ভালবাসতে পারে?"
![]() |
সত্যিকারের একটি ভালবাসার গল্প |
••• গল্পটির এখানেও সমাপ্তি হয় না... কারন এ ধরনের গল্পের কোনো সমাপ্তি নেই... তবে এটাই সত্যিকারের ভালবাসা... জীবনটা এক অর্থে অনেক বড়। কাউকেই ছোট করে দেখতে নেই। সময়ে এর স্রোতে অনেক কিছু বদলে যেতে পারে। সুতরাং কাউকে ছোট না ভেবে সবার ভালবাসাকেই সম্মান করা উচিত...
সত্যিকারের একটি ভালবাসার গল্প /শেয়ার করুন আর এমন সব সত্যিকারের একটি ভালবাসার গল্প জানার জন্য সাথেই থাকুন
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.