আপনি গাড়িতে বসে আছেন সামনে প্রচুর জ্যাম। অথবা গাড়িতে বসা অবস্থায় ওই গাড়িটি নিয়ে আপনার আকাশে ওড়ার সাধ জাগল। তখন কী করবেন। হ্যাঁ, আপনার এসব ইচ্ছা পূরণে একদল ব্রিটিশ প্রকৌশলী এমন এক ধরনের গাড়ি তৈরি করেছেন যেটি অনায়াসে আকাশে উড়তে পারে। আবার রাস্তায়ও চলতে পারে।
গাড়িটির নাম স্কাইরানার। এটির এক অংশ গাড়ির মতো, আর অপর অংশ বিমানের মতো। এটির গতিবেগ পোরশে গাড়ির চেয়ে বেশি। এটি রাস্তায় ঘন্টায় ১১৫ মাইল আর আকাশে ৫৫ মাইল পর্যন্ত ছুটতে পারে। গাড়িটির ওজন ৪৫০ কেজি। আবার দামও হাতের নাগালে। মাত্র ৭৫ হাজার পাউন্ড। প্রকৌশলীরা দাবি করছেন অন্যান্য গাড়ির তুলনায় স্কাইরানারের ইঞ্জিন তেল সাশ্রয়ী। এক গ্যালনে এটি ৫৩ মাইল পথ পাড়ি দিতে পারে।
কার্বন তন্তুর মতো হালকা পদার্থ দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে। এটির সামনে একটি প্রপেলর রয়েছে যেটি গাড়িটিকে আকাশে উড়তে সাহায্য করে। আগামী বছর থেকে এটি বাজারে পাওয়া যাবে।
গাড়িটির নাম স্কাইরানার। এটির এক অংশ গাড়ির মতো, আর অপর অংশ বিমানের মতো। এটির গতিবেগ পোরশে গাড়ির চেয়ে বেশি। এটি রাস্তায় ঘন্টায় ১১৫ মাইল আর আকাশে ৫৫ মাইল পর্যন্ত ছুটতে পারে। গাড়িটির ওজন ৪৫০ কেজি। আবার দামও হাতের নাগালে। মাত্র ৭৫ হাজার পাউন্ড। প্রকৌশলীরা দাবি করছেন অন্যান্য গাড়ির তুলনায় স্কাইরানারের ইঞ্জিন তেল সাশ্রয়ী। এক গ্যালনে এটি ৫৩ মাইল পথ পাড়ি দিতে পারে।
কার্বন তন্তুর মতো হালকা পদার্থ দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে। এটির সামনে একটি প্রপেলর রয়েছে যেটি গাড়িটিকে আকাশে উড়তে সাহায্য করে। আগামী বছর থেকে এটি বাজারে পাওয়া যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন