GuidePedia

0
তোমার আচরণ নিয়ে হাজার শব্দে সমালোচনামূলক একটি চিঠি লেখো পঞ্চম শ্রেণির ছাত্রকে বলেছিলেন তার শিক্ষক। ছেলেটি পারেনি। তাতেই রেগে আগুন শিক্ষক। সোজা বলে দিলেন, “এটাও পারো না? তোমার তো এখান থেকে ঝাঁপ মেরে মরে যাওয়া উচিত।” ছেলেটির ক্লাসরুম ৩০ তলায়। শিক্ষকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে সে। শেষমেশ ৩০ তলা থেকে লাফিয়ে সোজা একটি দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে মুখ থুবড়ে পড়ে প্রাণ হারিয়েছে বছর দশেকের ছেলেটি। ৩০ তলা ওই বাড়িরই একটি তলায় থাকে ছেলেটির পরিবার। চিনের জিনজিয়াং জেলার শ্যেংদু শহরে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ছেলেটির আত্মীয়দের অভিযোগ, শিক্ষকই তাকে বাধ্য করেছেন ঝাঁপ মারতে। স্কুলের বাইরে বিক্ষোভ দেখিয়েছে তার পরিবার। আর স্কুল কর্তৃপক্ষ বলছেন, এটা নিছকই দুর্ঘটনা। তাতেই ছেলেটির মৃত্যু হয়েছে। তা ছাড়া ক্লাসে মন না দিয়ে ছেলেটি তার বন্ধুদের সঙ্গে গণ্ডগোল করছিল। তাই তাদের নিজের আচরণ সম্পর্কে লিখতে দেওয়া
হয়েছিল। চিনের স্কুলগুলোয় এমনিতেই নিয়মকানুনের কড়াকড়ি যথেষ্ট বেশি। শুধু স্কুল নয়, খেলাধুলো বা যে কোনও প্রতিযোগিতায় সেরার শিরোপা পেতেই হবে, এমন ভাবেই ছোট বাচ্চাদের প্রথম থেকে শেখানো হয়। বলা হয়, এটাই তোমার সংস্কৃতি। এটাই ঐতিহ্য। সেই চাপ শিশুমনে মারাত্মক প্রভাব পড়ে। এই ছেলেটি ঝাঁপ দেওয়ার আগে নিজের পাঠ্য বইয়ে লিখে গিয়েছে, “আমি পারলাম না স্যর।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top