GuidePedia

0
hand set মুঠোফোন চার্জ এখন বজ্রপাতের সাহায্যে যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী বজ্রপাতের সাহায্যে প্রথমবারের মতো মুঠোফোনের ব্যাটারি চার্জ করেছেন। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় ও মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার গবেষকেরা যৌথ উদ্যোগে ওই পরীক্ষা চালিয়ে সফল হন। তবে বাড়িতে এ ধরনের পরীক্ষা চালাতে জনসাধারণকে নিষেধ করে দিয়েছে নকিয়া কর্তৃপক্ষ। কারণ, এতে জীবনের ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট গবেষক নিল পালমার বলেন, তাঁরা একটি ট্রান্সফরমার ব্যবহার করে গবেষণাগারে বজ্রের আলোর ঝলকানি তৈরি করেন এবং তা থেকে শূন্যে ৩০ সেন্টিমিটার স্থানজুড়ে দুই লাখ ভোল্টের বিদ্যুৎপ্রবাহ চালনায় সমর্থ হন। এ ক্ষেত্রে মুঠোফোনের সার্কিটের সামর্থ্য দেখে তাঁরা বিস্মিত হয়েছেন। এ পরীক্ষায় সাফল্যের ফলে বজ্রের মতো প্রাকৃতিক শক্তি ব্যবহারের সম্ভাবনার দিকে আরেক ধাপ অগ্রগতি হলো। বিবিসি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top