GuidePedia

0
শাকিব খান হ্যাটট্র্রিক করতে যাচ্ছেন শাকিব খান ছাড়া ঈদ, একেবারেই অসম্ভব। তাই এবার ঈদে শাকিব খান অভিনীত তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবি তিনটি হলো মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’, সাফি উদ্দীনের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ও রাকিবুল আলম রাকিবের ‘প্রেমিক
নাম্বার ওয়ান। ছবিগুলোতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান, অপু বিশ্বাস ও ববি। উল্লেখ্য ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ শাকিব-জয়া জুটির প্রথম ছবি। ব্যয়বহুল ছবিগুলো নিয়ে শাকিব খান দারুণ আশাবাদী।তিনি বলেন, ‘বরাবরের মতো এবারও আমার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছি। মুক্তি পেতে যাওয়া প্রতিটি ছবিই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে। ফলে দর্শকদের কাছে মোটেই একঘেয়ে মনে হবে না। এ ছাড়া ছবিগুলোতে আমার বিপরীতে অভিনয় করেছেন তিনজন নায়িকা। এমনিতেই অপুর সঙ্গে আমার জুটিটা সুপারহিট। জয়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী। আর ববি এই সময়ের নায়িকাদের মধ্যে ভালো করছে। তাই ছবিগুলো যে দর্শকপ্রিয়তা পাবে- এমনটা আশা করতেই পারি

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top