একটি শিশু ভুমিষ্ট হওয়ার পর যখন সে আস্তে আস্তে বড় হয় তখন তার শারিরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক এবং বুদ্ধিবৃত্তিক পরিবর্তনও ধাপে ধাপে সম্পন্ন হয়।এই সময়টিতে পিতা-মাতার উচির তাদের সন্তানের বিকাশ ঠিকমত হচ্ছে কিনা তা খেয়াল করা।শিশুর বিকাশ ঠিকমত লক্ষ্য করার জন্য নীচে আমরা একটি মাইল ফলক চার্ট দেখব যেটির সাহায্যে খুব সহজেই আপনার শিশুর বিকাশ হচ্ছে কিনা বুঝতে পারবেন।আপনার শিশুর বেলায় বয়সের সাথে বিকাশ মাইল ফলকের ব্যবধান ৩ মাসের বেশি হলে সহসা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

শিশুর বিকাশ মাইল ফলক
বয়স | ধাপে ধাপে পরিবর্তন (স্বাভাবিক শিশুর বেলায়) | লিখে রাখুন (আপনার শিশুর বেলায়) |
---|---|---|
৪ সপ্তাহ | মা’কে চিনতে পারবে | তারিখ এবং বয়স লিখে রাখুন |
৬ সপ্তাহ | মার’দিকে তাকিয়ে হাসবে | ” |
৬ সপ্তাহ | চক্ষু চলমান বস্তুকে অনুসরন করবে,দরজার আঘাত বা কলিং বেলের শব্দে চমকে উঠবে | ” |
৩ মাস | দুই বগলের নীচে ধরে বিছানা থেকে উঠালে ঘাড় সোজা করে রাখতে পারবে। | ” |
৩-৪ মাস | কানের কাছে শব্দ হলে শব্দের দিকে মাথা ঘুরাবে,মায়ের আগমনে জেগে উঠবে | ” |
৫ মাস | হাতের কাছে জিনিস আনলে তা ধরতে চেষ্টা করবে | ” |
৬ মাস | স্বল্প অবলম্বনে বসতে পারবে। | ” |
৭ মাস | অবলম্বন ছাড়াই বসতে পারবে,শব্দের উৎস খুজবে, মা বা দা বলতে শুরু… | ” |
৯ মাস | পেট দিয়ে হামাঘুড়ি দিবে | ” |
১০ মাস | নিজেকে বিছানা/মেঝে থেকে উঠাতে পারবে এবং খাট ইত্যাদি ধরে অল্প হাটতে পারবে | ” |
১২ মাস | অর্থবোধক কয়েকটি শব্দ বলতে পারবে,টলমল হাঁটে। | ” |
১৩ মাস | অবলম্বন ছাড়াই হাটতে পারবে | ” |
১৫ মাস | কাপ থেকে নিজে নিজেই খেতে পারবে | ” |
১৮ মাস | টয়লেটের কথা বলতে পারবে। | ” |
২ বছর | দিনের বেলা প্রস্রাব করে কাপড় নষ্ট করবে না,দৌড়াতে পারবে,ছোট বাক্য বলতে পারবে। | ” |
৩ বছর | একা টয়লেটে যেতে পারবে, সাধারনতঃ রাতে বিছানায় প্রস্রাব করবে না,বয়স বলতে পারবে।ছেলে না মেয়ে সেটাও বলতে পারবে,কাপড় খুলতে এবং পরতে পারবে। | ” |
৪ বছর | এক পায়ের উপর লাফ দিতে পারবে,গল্প করতে পারবে,ভালভাবে দাঁত ব্রাশ করতে পারবে। | ” |
৫ বছর | কথা পরিষ্কার করে বলতে পারবে,বন্ধু বানাবে, লাফালাফি করবে। | ” |
কৃতজ্ঞতায়ঃ
ডাঃ এ যে এম সাদেক
এমবিবিএস, এফসিপিএস (শিশুরোগ বিশেষজ্ঞ)
একটি মন্তব্য পোস্ট করুন