
খাদ্য নয় । কিন্তু স্ত্রী মশার ব্যাপার আলাদা , তার খাদ্য রক্ত । বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন স্ত্রী অ্যানোফিলিস মশা ছেলেদের চেয়ে মেয়েদের বেশি পছন্দ করে ,
ফলে তাদের বেশি কামড়ায় । বিজ্ঞানীরা আরো বলেছেন , পুরুষ অপেক্ষা মেয়েদের ঘামের সঙ্গে কয়েক ধরনের অ্যামিনো অ্যাসিড বেশি পরিমাণে বেরিয়ে আসে ।
মেয়েদের চামড়ায় ওই কয়েকটি অ্যামিনো অ্যাসিডের আধিক্য স্ত্রী মশাকে ছেলেদের চেয়ে মেয়েদের দিকেই বেশি আকর্ষণ করে । ফলে মেয়েদের তুলনামুলকভাবে
মশার কামড় বেশি খেতে হয় । এ ছাড়াও এক ধরনের হরমোন মেয়েদের ঘামের ভেতর দিয়ে বেশি বেরিয়ে আসে । এ হরমোনের জন্যও মশা মেয়েদের গায়ে বেশি
বসে । ফলে মেয়েরা মশার কামড়ও বেশি খায় ।
একটি মন্তব্য পোস্ট করুন