
বিয়ে হইছে ডাক্তারের সাথে!
ছেলে ঢাকা মেডিকেলে পড়তো! চাচাত বোনটার ভাগ্য
কত ভালো!"
মানুষ আরো বলে, "আমার খালাত বোন বিয়ে প্রেম
করে বিয়ে করছে। ছেলে ছোট্ট একটা চাকরী করে।
খালাত বোনটার কপাল পুড়ছে।"
মানুষ বোঝে না, 'ভালো চাকরীর' সাথে 'সুখে থাকা'র
কোনো সম্পর্ক নেই। সুখ জিনিসটা আসলে অন্য
জায়গায়।
আলমারী ভর্তি টাকার মাঝে সুখ নাই। সুখ
আছে স্বামী স্ত্রী একসাথে চাঁদ দেখার মাঝে।
স্যুট টাই, দামি শাড়ির মাঝে সুখ নাই। সুখ
আছে স্বামী স্ত্রী একসাথে এক প্লেটে আলু
ভর্তা ভাত খাওয়ার মাঝে।
আত্মীয় স্বজনের কাছে গৌরবের
সাথে পদমর্যাদা বলার মাঝে সুখ নাই। সুখ
আছে স্বামী স্ত্রীর মধ্যবিত্ত খুনসুটির মাঝে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.