GuidePedia

0

হিউম্যান সাইকোলজি বলে,

১. যদি কোন মানুষ সবসময়ই খুব হাসে, এমনকি যে সামান্য কোন ব্যাপারে নিয়েও হাসি চেপে রাখাতে পারেনা। সে আসলে সবইখুবই একা ফিল করে।

২. যদি কোন মানুষ খুব বেশি ঘুমায় তবে সে দুঃখি একজন।

৩. যদি কোন মানুষ সবময় কম কথা বলে এবং যখন সে কথা বলে তখন দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে।

৪. যদি কোন মানুষ কাদতে না জানে বা কখনো কাঁদতে না পারে তবে সে দুর্বল।

৫. যদি কোন মানুষ খাওয়ার সময় সভ্য ভাবেনা খায় তবে সে খুব চিন্তিত।

৬. যদি কোন মানুষ খুব সাম্যান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ।

৭. যদি কোন মানুষ সমান্যা ব্যাপারেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন।


*** মানুষকে বুঝতে চেষ্টা করুন***
আপনার প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top