GuidePedia

0

এই মাঠ চলে গেছে সোজা ওই দূর পাহাড়ের কোল ঘেষে
বিভক্ত করে দিয়ে অরন্য আর লোকালয়,
আশেপাশে কিছু ঘাস – আর দূরে জোনাকীর ঝাক ছাড়া
বলতে গেলে আমরা দুজনেই শুধু আছি
দৃশ্যমান এই পুরা দুনিয়ায়..
নীলচে আভা ক্রমশ গ্রাস করে নিচ্ছে চারপাশ,
দৃষ্টি জুড়ে আমাদের শুধুই সন্ধ্যার আকাশ;
উত্তল হাওয়ায় হাত গুটিয়ে আমি চুপচাপ বসে আছি,
তুমিও তো ঠিক তাই-
চাইছি দুজনেই চোখের ভাষায় কথা চলুক,
না হয় কিছুটা সময় আরও এভাবে গেলো
তবু স্থায়ী হোক এই নিরবতাটাই…

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top