GuidePedia

0
"মা"

মা তুমি কেন এত স্বার্থপর,
তুমি কেন দিচ্ছ আমায় বাধা ।
আমি কি সুধুই তোমার সন্তান ?
তাদের প্রতি কি আমার কোন দায়িত্ব নেই ?

দেখ মা, তারা কত অসহায়
মরছে নির্যাতিত হয়ে কুকুরের মতো ।

মাগো তাওকি তোমার মন কাদেনা ?
মাগো তারা কি তোমার সন্তান না ?
তারা তো মা আমারই পরিবার,
আমারই দেশের মানুষ ।

দেখ মা, তারা আজ উত্তাল ।
বীজয়ের উন্মাদনা তাদের বুকে ।
সব ভুলে আজ তারা রক্ত জোয়ারে ভাসছে ।
নির্দ্বিধায় জীবন নিচ্ছে, জীবন দিচ্ছে ।
হানাদার দের রক্ত চুষে খাচ্ছে ।
হানাদার পশুরা মারছে মানুষ,
আর আমরা মারছি পশু ।

তাও কি তুমি আমায় যেতে দিবে না ?
আমি যাব । নিশ্চয়ই যাব ।
জীবন নিয়ে বীজয় আনবো,
জীবন দিয়ে শহীদ হবো ।
গাজী হয়ে ফিরবো তোমার বুকে ।

আমি জানি আজ তুমি আমায় বাধা দিবেনা,
কারন তুমি যে "মা"

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top