GuidePedia

0
আমরা কথায় বলি “ভাঙ্গবে কিন্তু মচকাবে না” এবার বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এরককম এক কাচ, যা ‘মচকাবে, তবে ভাঙ্গবে না’ শুধু তাই নয়, ঘরে ছোট বাচ্চা থাকলে প্রায়ই তারা কাঁচের জিনিস ভেঙ্গে ফেলে। এটা যেমন শিশুদের ক্ষতি করতে পারে, একইভাবে সাধের শো-পিস কিংবা কাঁচের জিনিসটি ভেঙ্গে যাওয়াটা হতে পারে মন খারাপের কারণ! আর এসব সমস্যা দূর করতে চলে এসেছে পরবর্তী প্রজন্মের কাঁচ।

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকররা এরকম এক কাঁচ উদ্ভাবন করেছেন যেটা ভাঙ্গবে না, শুধু মচকে যেতে পারে। আর হাত থেকে পড়ে গেলে হয়তো আকৃতি কিছুটা পরিবর্তিত হতে পারে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্র্যাঙ্ক বার্থেলেট এ গবেষণা কাজের সাথে যুক্ত আছেন। তিনি জানান, বিশেষ প্রক্রিয়াতে উদ্ভাবিত এ কাঁচের শক্তিমত্তা প্রায় ২০০ গুণ বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, স্বাভাবিক কাঁচের মতো এ কাঁচকেও যে কোন আকারে কেটে নিয়ে বিভিন্ন কাজের জন্য ব্যবহার উপযোগী করা যাবে। এ সংক্রান্ত নিবন্ধ Nature Communications এ প্রকাশিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top