শয্যাসঙ্গিনী গাড়ি!
ওয়াশিংটন: পুরুষ বা নারীর পরস্পরের প্রতি আকর্ষণের যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু, কোনো ব্যক্তির সেই ভালোবাসা নারীর প্রতি না হয়ে যদি গাড়ির প্রতি হয়, তাতে অবাক হওয়ার কারণ থাকে বৈকি!
এডওয়ার্ড স্মিথ সুন্দরী রমণীদের নয়, বরং সুন্দর গাড়ি ভালোবাসেন। তার জীবনে প্রায় ১,০০০ প্রেমিকা। একজন রমণী বাদে বাকি সবই গাড়ি। গত ৪৫ বছরে তিনি ভালোবেসেছেন এ বিপুলসংখ্যক গাড়িকে। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই নারীর সঙ্গে তিনি মাত্র একটি রাত কাটিয়েছিলেন।
কিন্তু, সেটা তার মনের ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। ৬২ বছর বয়সী স্মিথ আমেরিকার ওয়াশিংটনের ইয়েলমের বাসিন্দা। গাড়ির প্রতি তার এক ধরনের বিকৃত যৌন আকর্ষণ কাজ করে। টিনএজ বয়সেই স্মিথের মেশিনের প্রতি ভালোলাগা তৈরি হয়।
এরপর থেকে রোমান্টিক সম্পর্ক হয়েছে শ’ শ’ গাড়ির সঙ্গে। সব মিলিয়ে সে সংখ্যা প্রায় এক হাজার। এমনকি হেলিকপ্টারও বাদ যায়নিসে তালিকা থেকে। প্রতিটি গাড়ির সঙ্গে সপ্তাহে একবার বিকৃত শারীরিক সম্পর্ক গড়তেন স্মিথ। তিনি নিজেই এটাকে দৈহিক সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করেন।
সূত্র: ইন্টারনেট
ওয়াশিংটন: পুরুষ বা নারীর পরস্পরের প্রতি আকর্ষণের যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু, কোনো ব্যক্তির সেই ভালোবাসা নারীর প্রতি না হয়ে যদি গাড়ির প্রতি হয়, তাতে অবাক হওয়ার কারণ থাকে বৈকি!
কিন্তু, সেটা তার মনের ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। ৬২ বছর বয়সী স্মিথ আমেরিকার ওয়াশিংটনের ইয়েলমের বাসিন্দা। গাড়ির প্রতি তার এক ধরনের বিকৃত যৌন আকর্ষণ কাজ করে। টিনএজ বয়সেই স্মিথের মেশিনের প্রতি ভালোলাগা তৈরি হয়।
এরপর থেকে রোমান্টিক সম্পর্ক হয়েছে শ’ শ’ গাড়ির সঙ্গে। সব মিলিয়ে সে সংখ্যা প্রায় এক হাজার। এমনকি হেলিকপ্টারও বাদ যায়নিসে তালিকা থেকে। প্রতিটি গাড়ির সঙ্গে সপ্তাহে একবার বিকৃত শারীরিক সম্পর্ক গড়তেন স্মিথ। তিনি নিজেই এটাকে দৈহিক সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করেন।
সূত্র: ইন্টারনেট
একটি মন্তব্য পোস্ট করুন