এবার শচীন টেন্ডুলকারকে নিয়ে চলচ্চিত্র
বিশ্বজয়ী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে । চলচ্চিত্রের কেন্দ্রে থাকবেন শচীনের সাফল্যের নেপথ্যে থাকা আরেক টেন্ডুলকার, অজিত। তার জীবনের নানা উত্থান-পতন নিয়েই চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন ‘শহীদ’ খ্যাত হানসাল মেহতা।

এ ছবিতে শচীন টেন্ডুলকারের জীবনের খুবই কম অংশ দেখানো হবে, আর ছবিজুড়েই আলোকপাত করা হবে অজিত টেন্ডুলকারের ওপর। ক্রিকেট কিংবদন্তি শচীন তার সাফল্যের অনেকটা অংশের কৃতিত্বই দেন বড় ভাই অজিতকে।
শচীনের ভাষায়, অজিতই হলেন তার প্রথম ও একমাত্র গুরু ও সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু বরাবরই এ কিংবদন্তির ভাই থাকতে পছন্দ করতেন পর্দার আড়ালে। ভাই শচীনের সাফল্যে সবসময় উত্ফুল্ল হয়েছেন তিনি। কিন্তু কখনোই সেই উত্ফুল্লতা প্রকাশে মিডিয়ার সামনে আসেননি অজিত। হানসাল সেই নিভৃতচারীর সে সব গল্প নিয়েই চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে হানসাল বলেন, ‘এটা সত্য যে, আমি এমন একটি চলচ্চিত্রের কথা পরিকল্পনা করছি। তবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কথা বলার জন্য এটা উপযুক্ত সময় নয়।
এখনো পরিকল্পনাটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ হানসাল জানান, এ চলচ্চিত্রের বিষয়ে তিনি শিগগিরই অনানুষ্ঠানিকভাবে কথা বলবেন শচীন ও অজিত টেন্ডুলকারের সঙ্গে। তাদের কাছ থেকে ইতিবাচক জবাব পেলেই তিনি চিত্রনাট্য নিয়ে ভাবতে শুরু করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন