GuidePedia

0
পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল গীটার

পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল গীটারের নাম হচ্ছে Reach Out to Asia Fender Stratocaster। সুনামিতে ক্ষতিগ্রস্থের ত্রাণের জন্য গায়ক ব্রায়ন এ্যাডামস ২০০৪ সা
লে এটি বিক্রি করার সিদ্বান্ত নেন।

২০০৫ সালে এক নিলামের মাধ্যমে কাতার এই গীটারটি কিনে নেয়।এটি ১ মিলিয়ন ডলারের জন্য নিলামে তোলা হয়,পরে একটি চ্যারিটির সহযোগীতায় এটিকে পুণরায় ২.৭ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়।

এই গীটার টিতে Jimmy Page, Eric Clapton, Paul McCartney, Sting, Liam Gallagher, Jeff beck, Def Leppard, and Angus & Malcolm Young এদএর স্বাক্ষর রয়েছে।
দামঃ $2,800,000 (তবে প্রকৃত মূল্য $3.7 million)

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top