পৃথিবীর তৃতীয় বৃহত্তম গরম পানির লেক ইওলোস্টোন
আমেরিকার সবচেয়ে বড় এবং পৃথিবীর ৩য় বৃহত্তম গরম পানির লেক এটি। ইওলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত এই লেকের আয়তন ২৫০-৩০০ ফুট ও গভীরতা ১৬০ ফুট।

প্রতি মিনিটে এটি ৫৬০ গ্যালন পানি উদ্গিরণ করে যার তাপমাত্রা থাকে ৭১ ডিগ্রি সেলসিয়াস। কিছু গরম পানির ব্যাকটেরিয়ার জন্য এর ভেতরের রং পরিবর্তন হয়ে সবুজ থেকে লাল ও কমলা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন