GuidePedia

0
সমুদ্র সৈকতে মিলেছে মৎস্য কন্যার মৃতদেহ (দেখুন ভিডিওতে)

বিস্ময়কর সব তথ্য

Video Of Dead Mermaid- কথা গুলো লিখে সার্চ দিলেই দেখবেন যে মুহূর্তের মাঝে সামনে হাজির হবে অসংখ্য ভিডিওর লিঙ্ক। "মালয়শিয়ায় ঝড়ের পর পাওয়া গেল মৎস্য কন্যার মৃতদেহ", "জিম্বাবুয়েতে মৃত মৎস্য কন্যা"... পৃথিবীর নানান দেশের নাম সহ নানান রকমের শিরোনাম নিয়ে হাজির হবে অসংখ্য ভিডিও। এমনকি একটা ভিডিও আপনি এমনও দেখতে পাবেন, যেখানে কিনা কান পাতলেই শোনা যাবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা।

কিন্তু কি আছে সেই ভিডিওতে যে অসংখ্য মানুষ তা নিজেদের দাবী করে শেয়ার দিচ্ছে?
আছে এক মৎস্য কন্যার করুন মৃত্যুর কাহিনী। ঝড়ের কবলে পড়ে হয়তো প্রাণ হারিয়েছে সে, তারপর পানির তোড়ে ভেসে এসেছে তার মৃতদেহ, আর আটকে গেছে বালুকাবেলায়। রোদে পুড়ে পুড়ে হয়েছে শীর্ণকায় ক্রমশ, নোনা জল আর হাওয়ায় অনেকটাই যেন "মমি" হয়ে উঠেছে।

বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখে নিন নিজের চোখেই।

ভিডিওঃ

কি অদ্ভুত আর আশ্চর্য একটি ব্যাপার, তাই না?
অদ্ভুত আর অবাক করা ব্যাপার তো বটেই, তবে সেটি হলো শিল্পীর শৈল্পিক দক্ষতা। হ্যাঁ, প্রচ্ছদের ছবিতে ও ভিডিওতে যে মৎস্য কন্যাকে দেখতে পাচ্ছেন, সেটা আসলে একটি ভাস্কর্য। নাম- "নেরিনা"।

এই নেরিনাকে তৈরি করেছেন যিনি, তার নাম Juan Cabana. নেরিনা নামক এই ভাস্কর্যটি বিক্রি হয়েছিল ১০ হাজার ইউ এস ডলারে। মেরিনার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য তৈরি চমৎকার একটি ভিডিও এটি, যা কিনা ভীষণ বাস্তব সম্মত। পৃথিবীর বিভিন্ন দেশে হাজারো লাখো মানুষ সত্যিকারের মৎস্য কন্যার ভিডিও ভেবেই একে দেখছেন, শেয়ারও করছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top