গিনেস বুক অব রেকর্ডস এ বাংলাদেশ
------------------
------------------
১) বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ব' দ্বীপ।
২) সবচেয়ে বড় শিল পড়েছিলো ২.২ পাউন্ড ওজনের,
গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬ সালে। এই ঝড়ে ৯২ জন
মারা যায়।
৩) সবচেয়ে বড় মানববন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে। ৫০
লাখ লোক নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা এ মানব বন্ধন
করেছিলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত।
৪) বগুড়ার মোহাম্মদ রজব আলী। উনার নাতিনাতনীর সংখ্যা ৫
শতাধিক। ১১৫ বছর বয়সে তিনি মারা যান । গিনেস বুকে তার
নাম সুপার গ্রান্ড ফাদার হিসেবে উল্লেখ করা আছে।
৫) জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস
চ্যাম্পিয়নশিপে১৬ বার জিতে সবচেয়ে বেশিবার
চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!
৬) সবচেয়ে কম বয়সী বিবাহিত দম্পতি। ১৯৮৬ সালে আমিনপুর,
পাবনাতে দু পরিবারের দ্বন্দ মেটাতে ১১ মাসের এক ছেলের
সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয়!
৭) আর গতকাল প্যারেড গ্রাউন্ডে সৃষ্টি হলো মানবপতাকা তৈরির
বিশ্ব রেকর্ড; অংশ নিল ২৭ হাজার ১১৭ জন। বিশ্বের
সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেজ বুকে নাম
লেখালো বাংলাদেশ।
৮) ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৪৩ তম বিজয় দিবসে ৩ লাখের
বেশি বাঙালি এক সময়ে একসঙ্গে গাইলেন তাদের প্রাণের
জাতীয় সংগীত।
আরও একটি বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ
একটি মন্তব্য পোস্ট করুন