বিস্ময়কর ঘটনা
১. প্রথম ছবিতে যেই মসজিদটি দেখছেন তা তুর্কীতে(তুরস্ক) অবস্থিত।। স্মরণকালের ভয়ঙ্কর ভুমিকম্পে যখন আশেপাশের প্রায় সব দালানকোঠা ভেঙ্গে পড়েছে, তখনো মসজিদটি দাঁড়িয়ে আছে স্ব-মহিমায়।। (সুবহানাল্লাহ)
২. দ্বিতীয় ছবিতে যেই মসজিদটি দেখছেন তা ইন্দোনেশিয়ায় অবস্থিত।। ভয়ঙ্কর এবং বিধ্বংসী সুনামি এবং ভুমিকম্পের আঘাতে যখন আশেপাশের সব দালান, ঘর, ব্রিজ, রাস্তা ভেঙ্গে পড়েছে,... তখনো আল্লাহর ঘর খ্যাত মসজিদটি দাঁড়িয়ে আছে নিজের পায়ে।। নিশ্চয়ই আল্লাহ নিজেই তার সৃষ্টির রক্ষণাবেক্ষণকারী।। (সুবহানাল্লাহ)
একটি মন্তব্য পোস্ট করুন