![]() |
Add caption |
লন্ডন: প্রতি ১০ জনে অন্তত একজন মেয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে যৌনসংসর্গে বাধ্য হয়। সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। এই ধরণের যৌনমিলনকে ধর্ষণের আওতাতেও আনা হয় না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই নিগৃহীতারা লজ্জায় এ বিষয়ে মুখ ফুটে কাউকে কিছু বলেন না। অনেক ক্ষেত্রে এই ধরণের যৌনসংসর্গকে মহিলারা স্বাভাবিক বলেই মনে করেন (বি
শেষত স্বামী বা প্রেমিকের ক্ষেত্রে)।
লন্ডনে ১৬ থেকে ৭৪ বছর বয়সী ১৫,০০০ মহিলার ওপর করা একটি সমীক্ষায় দেখা গেছে যতজন মহিলা ধর্ষিত হন তার দ্বিগুণ সংখ্যক মহিলা নিজের ইচ্ছার বিরুদ্ধে যৌনসংসর্গে বাধ্য হন। বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু বা পরিবারের অতি পরিচিত কেউই তাদের ওপর বলপ্রয়োগ করে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করে। সূত্র: ওয়েবসাইট
Is it true.
উত্তরমুছুন